প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ১১:১৯ এ.এম
ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় এলেন চীনা যুবক

ফেসবুকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সুদূর চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ নামের এক যুবক। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।
এরপর গতকাল সকালে কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টির (২৫) বাড়িতে পৌঁছান। দুপুরে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে মুসলিম ধর্ম গ্রহণ করেন ওই যুবক। তার নতুন নাম সোহান আহাম্মেদ।
পরে প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে অতি গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। শি জিং ইউ চীনের হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। বৃষ্টি খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে। এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাকে হাসিখুশি দেখা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin