প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ১০:৫৬ এ.এম
কুয়াকাটা হোটেলে অভিনব কায়দায় চারটি স্মার্ট টিভি চুরি

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন এলাকায় আবারও ঘটলো অবিশ্বাস্য চুরির ঘটনা। আবাসিক হোটেল সি লোটাস-এ অভিনব কৌশলে চারটি স্মার্ট টিভি চুরি করে নিয়েছে এক ব্যক্তি। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে, যা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
হোটেল সূত্রে জানা যায়, শাওন রানা নামের এক ব্যক্তি অতিথি পরিচয়ে হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্যানুযায়ী, তার স্থায়ী ঠিকানা খুলনা সিটি কর্পোরেশন এলাকায়। ম্যানেজার দীপঙ্কর রায় জানান, কক্ষ ভাড়া নেওয়ার সময় শাওন রানা জানিয়েছিলেন তার সঙ্গে আরও সাতজন অতিথি আসবেন। কিন্তু নির্ধারিত সময়ে কেউ না আসায় সন্দেহের সৃষ্টি হয়।
পরে অতিথির দেওয়া নম্বরে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমগুলোতে গিয়ে দেখা যায়, প্রতিটি কক্ষের স্মার্ট টিভি উধাও।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে শাওন রানা ধীরে ধীরে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি বড় কার্টনে ভরেন। তারপর সুযোগ বুঝে সেগুলো নিয়ে পালিয়ে যান।
কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, “এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধু চক্র হোটেল শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের দাবি—দ্রুত এই অপরাধীকে আইনের আওতায় আনা হোক।”
ঘটনার পরপরই হোটেল কর্তৃপক্ষ মহিপুর থানা ও কুয়াকাটা টুরিস্ট পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin