প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৭:৩৮ এ.এম
খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি। করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে।”
এলাকাবাসী জানান, দুর্ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin