প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৭:৩৪ এ.এম
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত হতে পারেন সোহেল মঞ্জুর সুমন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সাধারণ মানুষের বিশ্বাস, তিনি এই আসনের যোগ্য প্রার্থী হতে পারেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সুমন ভাই সবসময় রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। দুঃসময়ে দলকে আগলে রেখেছেন এবং সবসময় জনগণের পাশে থেকেছেন। ফলে তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই মনে করছেন, একজন তরুণ, যোগ্য, জনপ্রিয় ও পরিশ্রমী নেতাকে মনোনয়ন দিলে বিএনপি এ আসনে হারানো আসন পুনরুদ্ধার করতে পারবে।
সোহেল মঞ্জুর সুমন ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টন, টেক্সাস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে গার্মেন্টস খাতে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর ব্যবসায়িক সাফল্য শুধু ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ নয়; বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে বিএনপির ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলাম মঞ্জুর প্রধান নির্বাচন সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৩ সালে দলের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে তিনি ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন। হামলায় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং চালকসহ সফরসঙ্গীরা গুরুতর আহত হন। পরে তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়, যা এখনও চলমান।
রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন। দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin