নেত্রকোনা সদরে ৭ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এরশাদ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ভারত সীমান্তবর্তী তারাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত এরশাদ আলী সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি চল্লিশা বাজার এলাকার একটি কওমী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে প্রতিবেশী এরশাদ আলীর সামনে যায়। সে সময় বৃদ্ধ এরশাদ শিশুটিকে সোনার আংটি ও একশ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেয় এবং সেখানে ধর্ষণ করে।
পরে কান্নাজড়িত কণ্ঠে শিশুটি মায়ের কাছে ঘটনা খুলে বলে। শিশুটির রক্তাক্ত কাপড় দেখে তার মা বিষয়টি প্রতিবেশীদের জানান এবং দ্রুত তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার রাতে নেত্রকোনা সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে।
ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় এরশাদ আলীর অবস্থান শনাক্ত করা হয়। পরে ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তারাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নেত্রকোনায় আনা হচ্ছে। আগামীকাল সোমবার সকালে আদালতে পাঠানো হবে।”