প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৭:৪৪ এ.এম
একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে নেত্রকোণায় বেলা’র স্কুল ক্যাম্পেইন

একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজনে এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)র সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো: মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খানের সঞ্চালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন।
এতে স্বাগত বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। তিনি বেলার কার্যক্রম ও কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে “সিঙ্গেল ইউজ প্লাস্টিক—ঝুঁকিতে মাটি, বায়ু, কৃষি, জলাশয় ও পাহাড়” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনায় অংশ নেন সমাজকর্মী মেহেদী হাসান, বিদ্যালয়ের শিক্ষক শেফালি বেগম, আকাশ গৌড় ও এআরএফবি’র সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী প্রমুখ। বক্তারা প্লাস্টিক দূষণের বর্তমান ভয়াবহতা তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ কর্মসূচিতে নবম ও দশম শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে মতবিনিময় করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin