প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৭:৩৬ এ.এম
দেশের একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে-আনিসুল হক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদরে বিএনপির আয়োজনে এক জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক বলেছেন, “পিআর পদ্ধতি হাওরাঞ্চলের মানুষ বোঝে না, আর এই পদ্ধতিতে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না।” তিনি আরও বলেন, একটি বিশেষ চক্র এই পদ্ধতির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে তাদের এই স্বপ্ন কখনও সফল হবে না।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। আনিসুল হক বলেন, “৩১ দফা মানেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষকের ন্যায্য অধিকার, আইনের শাসন ও আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী রূপরেখা। এ দফাগুলোর মধ্যেই রয়েছে আগামী সরকারের পরিকল্পনা ও দেশের উন্নয়নের মূল ভিত্তি।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, “এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনুমতি দিলে আমি সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হবো।”
উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু, জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, এমদাদুল হুদা, সদর ইউনিয়ন আহ্বায়ক বশির আহমদ, তাহিরপুর যুবদল নেতা এনামুল হক এনাম, আবু সুফিয়ান, পারভেজ আহমদ, আবু সায়েম, মোবারক তালুকদার ও এম হাবিবউল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin