বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে। উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিনকে ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম।
২৩ আগস্ট ২০২৫, শনিবার বিকেল ৪টায় উপজেলার ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়ন কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনে দলীয় এমপি পদপ্রার্থী মাওলানা মাহামুন্নবী তালুকদার, উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোঃ বশির উদ্দিন, উপজেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন এবং উপজেলা যুব বিভাগের সভাপতি ও কর্ম পরিষদ সদস্য মেহেদী হাসান শাওন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম। তিনি সকল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ বৃদ্ধির পরামর্শ দেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো জনগণের সমর্থন বৃদ্ধি করা এবং একসাথে কাজ করে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করা।”
প্রার্থী ঘোষণার পর স্থানীয় কর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ আগামীর নির্বাচনে সাংগঠনিকভাবে শক্তিশালী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।