মাহাবুব সুলতান, কোটালীপাড়া।। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, যার পেছনে রয়েছে অসংখ্য শহীদের ত্যাগ ও রক্তের বিনিময়। সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, “আমরা সবাই বাংলাদেশী। ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের বাইরে আমাদের আর কোনো আলাদা পরিচয় নেই।”
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমে আয়োজিত সনাতন ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি কিংবা সমতলের মানুষ—সবাই একই পতাকার নিচে, একই পরিচয়ের অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে এ বিষয়টি যুক্ত করেছিলেন, যাতে প্রত্যেক নাগরিকের পরিচয় হয় কেবলমাত্র “বাংলাদেশী”।
এস এম জিলানী আরও বলেন, “আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি না। আমি জীবনে প্রতিহিংসার রাজনীতি করিনি, করবও না। সেবার মনোভাব নিয়েই আমি রাজনীতি করি। আমি আপনাদের ছেলে, সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে চাই।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস। এতে বক্তব্য রাখেন প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।
সভা শেষে এস এম জিলানী আশ্রম পরিদর্শন করেন এবং ভক্তদের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন।