মাহাবুব সুলতান, কোটালীপাড়া।। গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আলীুজ্জামান জামিল (৩০) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর থেকে পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত জামিল উপজেলার ডহরপাড় গ্রামের মোকসেদ আলীর ছেলে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বিশেষ ক্ষমতা আইনে জেল হাজতে পাঠানো হয়।
গত ১৬ জুলাই কোটালীপাড়ার ওয়াপদারহাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। ওই সময় সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয় এবং সড়ক যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটে। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ ১৫৫ জনকে নামীয় আসামি ও প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “১৬ জুলাই ওয়াপদারহাটে মহাসড়কে গাছ ফেলে যে বিক্ষোভ করা হয়, সেখানে আলীুজ্জামান জামিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা তাকে শনাক্ত করি এবং মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করি।”
তিনি আরও জানান, এ মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আলীুজ্জামান জামিল কোটালীপাড়া ছাত্রলীগের পরিচিত মুখ। তার গ্রেফতারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা শুরু হয়েছে। ছাত্রলীগের একাংশের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল করতে জামিলকে টার্গেট করা হয়েছে। তবে পুলিশ বলছে, আইন অনুযায়ী প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ঘটনায় কোটালীপাড়ার রাজনৈতিক পরিবেশ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় জনগণও এ গ্রেফতারের ঘটনাকে ঘিরে বিভক্ত মতামত প্রকাশ করছে।