প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ১০:৫৫ এ.এম
লালমোহনে ফারিয়া’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ভোলা জেলার লালমোহনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) লালমোহন উপজেলা শাখার ২০২৫-২০২৬ অর্থবছরের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লালমোহন বাজারের ফারিয়া অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেওয়া হয় এবং নতুন কার্যকরী কমিটির পরিচিতি দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারিয়া লালমোহন উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. হাসান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. শরিফ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম পাটোয়ারী, সহসভাপতি মো. সবুজ, মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম ও মো. আবু তৈয়ব। এছাড়া সহসাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহ, মো. শাহিন, মো. জাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিনসহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” — এই স্লোগানকে ধারণ করে পরিচিতি সভায় ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সকল সদস্যকে উপস্থিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সহসাধারণ সম্পাদক মো. জাহিদ।
সভায় বক্তারা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin