প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৫:২৭ এ.এম
সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্ট উদ্ভোদন

সাতক্ষীরা শহরে ভোজনবিলাসীদের জন্য নতুন মাত্রা যোগ হলো। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মিনি মার্কেট এলাকায় উদ্বোধন হলো ‘গোলপাতা রেস্টুরেন্ট’। সুন্দরবনের প্রাকৃতিক আঙ্গিকে সাজানো এই রেস্টুরেন্টে খাবারের পাশাপাশি পরিবেশও উপভোগ করতে পারবেন ভোজনরসিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বর্তমানে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতি স্বাগত বক্তব্য রাখেন। পরে মোনাজাত ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
ভোজনবিলাসীদের আকর্ষণ বাড়াতে এখানে তৈরি করা হয়েছে পাঁচটি বিশেষ কর্টেজ—‘বনবিধি’, ‘ঝাউবন’, ‘কেওড়াবন’, ‘সুন্দরী’ এবং ‘ইরাবতী’। প্রতিটি কর্টেজেই সাজানো হয়েছে নান্দনিক ও মুক্ত পরিবেশ, যেখানে বসে অতিথিরা বার্গার, পিজা, ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ফাস্টফুডের স্বাদ নিতে নিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সাতক্ষীরা শহরে ইতোমধ্যেই রেস্টুরেন্ট সংস্কৃতি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সুন্দরবনের অনুকরণে এমন থিমভিত্তিক রেস্টুরেন্ট এই প্রথম, যা স্থানীয় পর্যটন ও সংস্কৃতিতেও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin