প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ১২:৪২ পি.এম
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অসহায় ও দুস্থ মানুষের জন্য এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং পিরোজপুর-২ আসনের ধানের শীষের পদপ্রত্যাশী মো. জসিম উদ্দিনের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাণ্ডারিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এ সময় প্রায় চার শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম এবং ভাণ্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এই উদ্যোগ সম্পর্কে মো. জসিম উদ্দিন বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি মনে করি, রাজনৈতিক পরিচয়ের বাইরেও মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা কিছু মানুষের কষ্ট লাঘব করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কাজ আমরা অব্যাহত রাখব।”
উল্লেখ্য: তার এই প্রচেষ্টা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি তার দায়বদ্ধতাকেই প্রকাশ করে বলে মনে করেন স্থানীয়রা। এর আগেও তিনি পিরোজপুরের বিভিন্ন এলাকায় নানা সেবামূলক কাজ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin