প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ১০:১৬ এ.এম
কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কভার্ডভ্যান, নিহত ৪

কুমিল্লায় একটি চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে কভার্ডভ্যান। এ ঘটনায় প্রাইভেটকারটির চার যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার ইউলুপের কাছে প্রাইভেটকারটির ওপর উল্টে পড়ে কভার্ডভ্যানটি। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন। তাদের মধ্যে একজন নারী আছেন। তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin