প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ১০:০৮ এ.এম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। দেশের মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের বিলুপ্তি রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ এ অনুষ্ঠান আয়োজন করে।
দিনের শুরু হয় এক আনন্দঘন শোভাযাত্রার মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও অভয়াশ্রম গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন। তরুণ প্রজন্মকে মৎস্যসম্পদ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহম্মেদ জুয়েল এবং গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ আরিফুল ইসলাম এবং বেসরকারি সংস্থা CCDB-এর প্রতিনিধি কৃষিবিদ মোঃ আব্দুল বারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিয়াজ আল হাসান।
অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ এবং CCDB-এর মধ্যে প্রাথমিক চুক্তি (Letter of Intent) স্বাক্ষর। ভবিষ্যতে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীরা CCDB-এর কার্যক্রমে ইন্টার্নশিপ ও গবেষণা প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ পাবে। যা শিক্ষার্থীদের পেশাগত বিকাশ ও দেশের মৎস্যখাতে অবদান রাখার নতুন দিগন্ত উন্মোচন করবে।
গোবিপ্রবি শিক্ষার্থীদের একাডেমিক উন্নতির পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin