ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কূট্টাপাড়া মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার। এ সময় সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিকেলে একই দাবিতে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরাইল উপজেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে উন্নত চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ সীমিত। প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল যদি সরাইলে স্থাপন করা হয়, তবে স্থানীয় জনগণ উন্নত স্বাস্থ্যসেবা পাবেন এবং চিকিৎসা-শিক্ষার নতুন দুয়ার উন্মুক্ত হবে।
স্থানীয়রা মনে করছেন, ভৌগোলিক অবস্থান, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যাপ্ত জমির দিক থেকে সরাইল উপজেলা মেডিকেল কলেজ স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত। এছাড়া জনগণের ব্যাপক সমর্থনও রয়েছে এই দাবির পক্ষে।
জনগণের দাবি, স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য সরাইল উপজেলায় দ্রুত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।