প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১২:২৬ পি.এম
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

যশোরে ৫৮৫ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ রুবেল হোসেন (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে খুলনা-যশোর মহাসড়কের মুড়লী বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি'র)একটি বিশেষ টহলদল খুলনা-যশোর মহাসড়কের মুড়লী বাস স্ট্যান্ড এলাকায়
পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় রুবেল নামে একজনকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৫পিস স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮৬,০৬,৫২০/-(ছিয়াশি লক্ষ ছয় হাজার পাঁচশত বিশ) টাকা টাকা ।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান,এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin