শেরপুরের নালিতাবাড়ীতে তাহ্ফিজুল কুরআন হিফ্জ মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলু হক এবং সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ আনোয়ার হোসাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের প্রভাষক জাহিদ হাসান, কেন্দুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. সায়েদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক জাহিদ হাসান বলেন, “শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নৈতিকতা ও আচার-আচরণ গঠনের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। সমাজ গঠনে কুরআনের শিক্ষা এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে।”
অনুষ্ঠানে হিফয ও নুরানি বিভাগের প্রথম ও দ্বিতীয় শাখার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাসি-খুশি মুখে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এসময় অভিভাবকরা সন্তানের সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। শিক্ষকদের মতে, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে এবং কুরআনের আলোকে জীবন গড়তে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।