প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১০:২০ এ.এম
নোয়াখালীতে বিএনপি নেতা তোতা হত্যাকান্ড ও তার পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ড এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (২০ আগস্ট) বিকেলে চরএলাহী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে চরএলাহী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহীম, বিএনপি নেতা আব্দুর রহীম বিশ্বাস এবং নিহত বিএনপি নেতা আব্দুল মতিন তোতার মেয়ে বিবি সুমি আক্তার।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পিতভাবে স্থানীয় কিছু বিএনপি ও আওয়ামী লীগ নেতার যোগসাজশে চরএলাহী বাজারে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় আব্দুল মতিন তোতাকে। হত্যাকাণ্ডের পর জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের সহযোগিতায় নিহত তোতার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এমনকি তার ছেলে ইব্রাহীম তোতাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানো হয় এবং পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম দাবি করেন, ঘাট দখল নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে। আগে ওই ঘাট রাজ্জাক চেয়ারম্যানের নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে তোতার ছেলেরা নিয়ন্ত্রণ করছে। তিনি অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুর আবেদ ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার এ পরিবারকে প্রশ্রয় দিচ্ছেন।
এ বিষয়ে জানতে বজলুল করিম চৌধুর আবেদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। তবে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার অভিযোগ নাকচ করে বলেন, “আমরা কাউকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin