প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৭:৩৫ এ.এম
যশোরের গোগা সীমান্তে ৮ বাংলাদেশি আটক

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে উপজেলার গোগা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে সালামের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—সাধনা বিশ্বাস (৫৫), সুভাষ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), হাবিবুর রহমান (৩৩), ফাহিমা খাতুন (২২), মোমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯) ও অর্পনা বিশ্বাস (৪৩)। তারা যশোর, নড়াইল, মাদারীপুর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এসময় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin