স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস.আর শাকিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম রবিন বলেন, আগামী দিনের রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেটিই দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, এ দফাগুলো লিফলেট আকারে জনসাধারণের মাঝে বিতরণ করতে হবে।
তিনি আরও বলেন, ড. ইউনুস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। কিছু রাজনৈতিক দল নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে প্রত্যাশা করি নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন হবে।
এ সময় সমালোচনার সুরে তিনি উল্লেখ করেন, “চরমোনাই টাকা নিলে হয়ে যায় হাদিয়া, জামায়াত টাকা নিলে হয় বাইতুল মাল, আর এনসিপি টাকা নিলে সেটি হয় অনুদান।” তিনি স্পষ্ট করে বলেন, চাটখিলে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজি মেনে নেওয়া হবে না। তারেক রহমান নির্দেশ দিয়েছেনদলের কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বহিষ্কার করা হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু হানিফ, সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, জি.এস ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বেলায়েত হোসেন দিপু, পৌর যুবদলের সভাপতি মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক লল্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন ফিরোজ ও শাহ পরান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি কামিল মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে চাটখিল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। স্থানীয় নেতৃবৃন্দের মতে, এই আয়োজন স্বেচ্ছাসেবক দলের তৃণমূল কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।