বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো চট্টগ্রামের হাটহাজারীতে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত এ দিনটি ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা ও ঐক্যের এক অনন্য প্রকাশ।
বুধবার (২০ আগস্ট) হাটহাজারী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরীর সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে সংগঠনের দীর্ঘ সংগ্রামী ইতিহাস তুলে ধরেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার সেলিম। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ জামশেদ, সদস্য আসিফ মিজান, আবু বকর এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার ও পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক আরেফীন সাইফুল।
আলোচনা শেষে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি হাটহাজারী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।
নেতৃবৃন্দ জানান, এ ধরনের কর্মসূচি শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার অংশ। তারা বিশ্বাস করেন, এই আয়োজন দলের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং স্বেচ্ছাসেবক দলের তৃণমূল কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।