প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১:৪৪ পি.এম
কৃষকদলের কেন্দ্রীয় সা. সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে সাজা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গোপালগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল ও পৌর জাতীয়তাবাদী কৃষকদল গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে সাজা দেওয়া হয়েছিল।
পুরোনো সেই মামলার সাজা অনুযায়ী শহীদুল ইসলাম বাবুল মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক চৌধুরী মঞ্জুরুল ইসলাম ও সদস্য সচিব শেখ সদরুল আলম এক যৌথ বিবৃতিতে বলেন, “এটি একটি ফরমায়েশি মামলা। বাবুল ভাইকে অন্যায়ভাবে সাজা দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে।”
তারা অবিলম্বে শহীদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin