প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১:৩৭ পি.এম
শিবচরে সেচ্ছাসেবক দলের আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে একাত্তর সড়ক প্রদক্ষিণ শেষে একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দীকী (লাভলু)। কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল ও সিনিয়র যুগ্ম সম্পাদক (মাদারীপুর) ইলিয়াস মুন্সী ইরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন হেমায়েত হোসেন খান, মঞ্জিল রহমান সিহাব, মহিউদ্দীন খানসহ শিবচর উপজেলা বিএনপি ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা দেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, অতীতের মতো কোনো ফ্যাসিবাদী সরকার যেন ইতিহাস পুনরাবৃত্তি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin