প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১:৩৩ পি.এম
তাড়াশে এসিল্যান্ড অফিস পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সিরাজগঞ্জের তাড়াশে এসিল্যান্ড অফিস পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।
বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি তাড়াশ উপজেলা এসিল্যান্ড অফিস প্রাঙ্গণে পৌঁছালে প্রশাসনিক কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ, সেবা প্রদানের প্রক্রিয়া এবং ভূমি অফিসের সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ জন্য তিনি মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin