প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১:৩২ পি.এম
টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি, পায়রা বন্দরে সতর্ক সংকেত বহাল

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল নয়টা থেকে আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষী সহ মোসুমী সবজি চাষীরা। এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে এখনে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা করছে আহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সকল মাছধরা ট্রলারের বেশীরভাগই নিরাপদে আশ্রয় নিয়েছে। বাকিরা উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরতে বলা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin