লালমোহনে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার সকালে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির লালমোহন কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন মনির, আশরাফ উদ্দিন বাপ্পি, জেলা কমিটির সদস্য আ. রহমান, মো. সাইদ রব্বানী ইব্রাহিম ও সুজন সরদার। আরও বক্তব্য রাখেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস ফরাজি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার ও সদস্য সচিব আমজাদ খান জুলহাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে অনুষ্ঠিত হয় পরিচ্ছন্নতা কর্মসূচি। হাসপাতাল এলাকায় ডাস্টবিন স্থাপন, সড়ক পরিষ্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।
এভাবে র‌্যালি থেকে শুরু করে আলোচনা ও সামাজিক কর্মসূচির মাধ্যমে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে লালমোহনের স্বেচ্ছাসেবক দল।