প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১:২২ পি.এম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিবিএ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে। আজ সকাল ৯টায় সিরাজগঞ্জের বুড়ি পোতাজিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীরা নাচ, গান ও রঙ খেলার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
এটি ছিল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান, যা প্রথমবারের মতো নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হলো। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এ আয়োজনে।
তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. মিজানুর রহমান বলেন, “প্রথমবারের মতো আমরা স্থায়ী ক্যাম্পাসে নিজেদের সমাপনী অনুষ্ঠান আয়োজন করলাম। এতদিন নিজেদের জায়গা না থাকায় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। এবার আমরা নিঃসংকোচে অনুষ্ঠান উপভোগ করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।”
একই ব্যাচের শিক্ষার্থী জেসমিন পারভিন আবেগভরে বলেন, “স্থায়ী ক্যাম্পাসের মাটিতে পা রাখা আমাদের জীবনের এক বিশেষ মুহূর্ত। আজকের দিনটি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আমরা সরকারের কাছে কৃতজ্ঞ, আমাদের ডিপিপি অনুমোদনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের স্বীকৃতি দেওয়ার জন্য।”
অনুষ্ঠানে উপস্থিত ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা নিজেদের ঠিকানা পেয়েছে। যদিও তারা একাডেমিক ক্লাস বা পরীক্ষা এখানে করতে পারেনি, কিন্তু সমাপনী অনুষ্ঠান নিজস্ব ক্যাম্পাসে উদযাপন করতে পারা তাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের চোখে-মুখে যে আনন্দ দেখছি, তা আমাদের জন্যও প্রেরণার।”
তিনি আরও বলেন, “সরকার যেন দ্রুত স্থায়ী ক্যাম্পাসের পূর্ণাঙ্গ অবকাঠামো তৈরি করে, যাতে ভবিষ্যতে সব শিক্ষার্থী তাদের পড়াশোনা এখানেই চালিয়ে যেতে পারে।”
অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত থেকে দিনটিকে স্মরণীয় করে তোলেন। আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin