বিইউএফটিআইএমইউএন- ২০২৫ এর সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি দল হলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ (BUFTIMUN)২০২৫। তিন দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪০টি প্রতিনিধি দল অংশ নেয়। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি দলের খেতাব অর্জন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল ক্লাব।
১৪ থেকে ১৬ আগস্ট অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গোবিপ্রবি’র প্রতিনিধি দলে ছিলেন মোট ২৫ জন শিক্ষার্থী। তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলটি চূড়ান্তভাবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করে। এছাড়া, শ্রেষ্ঠ ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে পুরস্কৃত হয়েছেন ক্লাবটির সদস্য অর্ণব বসু।
শুধু তাই নয়, বিভিন্ন কমিটিতে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত হয়েছেন মোট ৬ জন প্রতিনিধি। তারা হলেন
মো. ইমতিয়াজ হোসেন (IP-TASS-Outstanding Correspondent)
অর্ণব বসু (Disec, French Republic Verbal)
সৌন্দর্য কুমার রায় (UNIDO, Germany Verbal)
মো. মাহিন খান (UNIDO, French Republic Verbal)
সামান্তা আলম (IP-Bloomberg)
মো. নাঈম হোসাইন (Egypt, UN Women Verbal)
মু. রায়িদ আনসারি রাফিদ (UNHRC, Republic of Korea Verbal)
এছাড়া, গোবিপ্রবি’র তিনজন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। তারা হলেন
পুষ্পিতা রঞ্জন (UNIDO Rapporteur)
তাসফিয়াহ তাসনিম (African Union Director)
কাজী ইফতি আরাফাত (International Press Co Editor In Chief)
গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট কাজী ইফতি আরাফাত বলেন,
“এটি সত্যিই আনন্দের বিষয় যে, সরকারি-বেসরকারি প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের দল শ্রেষ্ঠ প্রতিনিধি দল হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে। আশা করছি ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।”
এই সাফল্যে গোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসে উল্লাসের ঝড় বইছে। শিক্ষার্থীরা মনে করছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই অর্জন গোবিপ্রবির শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে এবং আগামীর প্রতিযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।