সরাইল প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো স্মরণসভা ও দোয়া মাহফিল। ১৮ আগস্ট (রবিবার) আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক পরগনার সম্পাদক ও প্রকাশক সৈয়দ কামরুজ্জামান ইউসুফের ছোট ভাই সৈয়দ বদিরুজ্জামান ইয়াকুবকে স্মরণ করা হয়। একই সঙ্গে দোয়া করা হয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুলের আত্মার মাগফেরাতের জন্য।
সভায় সভাপতিত্ব করেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আজীবন সদস্য শফিকুল ইসলাম সেলু, সহ-সভাপতি শামসুল আরেফিন ও সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মুরাদ খান, ন্যাপ নেতা আব্দুল জব্বার, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফ উদ্দিন এবং মাওলানা মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের অবদান স্মরণ করে বলেন, তারা ছিলেন সমাজ-সচেতন এবং নির্ভীক কণ্ঠস্বর। তাঁদের কর্মপ্রচেষ্টা ও সাহসী লেখনী স্থানীয় সাংবাদিকতায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকরা শুধু খবরের বাহক নন; তাঁরা সমাজের বিবেক। তাই প্রয়াত সহকর্মীদের স্মৃতিকে ধারণ করে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শেষে মোনাজাত পরিচালনা করেন সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু ওয়াক্কাস। তিনি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে তাঁদের পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য প্রার্থনা করেন।