প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১২:৫১ পি.এম
সাতক্ষীরায় শিক্ষককে অপমান ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের উপর স্থানীয় বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা এ মানববন্ধনে অংশ নেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. আজহারুল ইসলাম (মুকুল) বলেন, “আমার প্রতিষ্ঠানের শিক্ষক শফিকুর রহমানকে যেভাবে ছাত্রদের সামনে সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়েছে, তা নজিরবিহীন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। আগামীকালকের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে ছাত্র-শিক্ষক ও জনতা মিলে আমরা থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করবো।”
মানববন্ধনে অংশ নিয়ে ৯ম শ্রেণির শিক্ষিকা মাদিনা সুলতানা বলেন, “আমাদের শিক্ষকের নামে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় বিএনপি নেতাদের হামলার শিকার আমাদের শিক্ষক। আমরা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এছাড়া বক্তব্য দেন ছাত্রীরা—রশনি আক্তার (১০ম শ্রেণি), রোকসানা আক্তার (৯ম শ্রেণি), সাবিহা (৯ম শ্রেণি) প্রমুখ। তারা সবাই শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ড. অলিয়ার রহমান, সামছুর রহমান (স্বপন)সহ আরও অনেকে।
বক্তারা সবাই একসঙ্গে বলেন, শিক্ষক শফিকুর রহমানের উপর এ হামলা ছিল চরম ন্যাক্কারজনক ও নজিরবিহীন। তারা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। অন্যথায় ছাত্র-শিক্ষক-জনতা ঐক্যবদ্ধ হয়ে থানা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin