প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৪:৩৬ এ.এম
ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল।
বুধবার (২১ মে) রাত ৮টা ২০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মশাল মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
সমাবেশে জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপিপন্থী অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin