ভুয়া তথ্য প্রকাশের অভিযোগে সাংবাদিককে মারধর, হাসপাতালে ভর্তি

মাহাবুব সুলতান, গোপালগঞ্জে।। সাংবাদিকতা একটি পবিত্র পেশা।সেই পবিত্র পেশা পালন করতে গিয়ে , দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েল কোটালীপাড়া উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের কর্মীদের হাতে আহত হয়েছে। কর্মীদের দাবি বিভিন্ন সময় মিথ্যা সংবাদ প্রকাশ করায় বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করেছে। আহত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিএমএসে ভর্তি আছেন।
গত শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শিল্প কলার সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনের পর এই ঘটনা ঘটে।
আহত মনিরুজ্জামান জুয়েল দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এবং তারাশী গ্রামের মৃত্যু সাত্তার শেখের ছেলে।
এ বিষয়ে দৈনিক কালের কন্ঠ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মিজানুর রহমান বুলু বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালনের পর আমি চার দোকানে এসে বসি। অনুষ্ঠানে মনিরুজ্জামান জুয়েলকে না দেখে মুঠোফোনে কথা বলি আমি এবং কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফএম মাহাবুব সুলতান। কিছুক্ষণ পরেই মনিরুজ্জামান জুয়েল উপজেলায় আসেন। ইতিমধ্যে উপজেলা যুবদলের মান্নান শেখ, জুয়েলের একটি পোস্ট আমাকে দেখায়। আমি জুয়েলের পোস্টটি দেখতে দেখতে হঠাৎ করে কিছু লোক এসে জুয়েলের উপর হামলা করে। সেখানে আমরা সাংবাদিকসহ বিএনপি’র সাধারণ সম্পাদক এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান বুলু আরো বলেন, সাংবাদিকদের লেখায় যদি কোন ভুল বা ভুয়া হয় তাহলে দেশে আইনে আছে কিন্তু বিড়াল কুকুরের মত তো মারতে পারে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, সাংবাদিকতা একটি পবিত্র পেশা। কিন্তু এই মনিরুজ্জামান জুয়েল ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে জ্ঞানের আলো পাঠাগারের নামে বিভিন্ন অর্থ আত্মসাৎ ও দেবত্তর সম্পত্তি দখল করে। কিছুদিন আগে সরকারি যৌথ অবৈধ উচ্ছেদ অভিযানে জ্ঞানের আলো পাঠাগারটি ভেঙে ফেলে। এই জুয়েল বিমান বাহিনীতে চাকরি করতো। জুয়েলের বিরুদ্ধে বিমান বাহিনী দফতরে অনেকে অভিযোগ দায়ের করে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপটে চাকরি থেকে বহিষ্কার না হয়ে স্বেচ্ছায় অবসরে আসে। এই মনিরুজ্জামান জুয়েল কোটালীপাড়া এসেই বিভিন্ন সময় ভুলভাল সংবাদ প্রকাশ করে। যে কারণে তাকে তার সংগঠন থেকে বহিষ্কার করে। এরপর থেকেই বিএনপি’র মান ক্ষুন্ন করার জন্য একের পর এক বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভুয়া সংবাদ প্রকাশ শুরু করে। আর এই ভুয়া সংবাদের তথ্যটি আমি সাংবাদিক মিজানুর রহমান বুলুকে দেখাচ্ছি। হঠাৎ করে কর্মীদের সাথে জুয়েলের হাতাহাতি হয়। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে আমরা সাংবাদিকদের সাথে বসি। সিনিয়র নেতারা বিচারের ভার এবং সর্বপ্রকার দায়িত্ব সাংবাদিকদের উপর দেয়।
ছাত্রদলের নেতা নিলয় মোস্তফা বলেন, এই মনিরুজ্জামান জুয়েলের হলুদ সাংবাদিকতার কারণে অনেকে দিশেহারা। কিছুদিন আগে দুই ভাই বোন একটি রেস্টুরেন্টে খাবারের উদ্দেশ্যে গিয়েছে। সেখানে জুয়েল গিয়ে ভাই বোনদের প্রেমিক প্রেমিকা বানিয়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে। আমাদের এক বিএনপির নেতার নামে মিথ্যে অপবাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়। যে কারণে আমাদের বিএনপি’র মান ক্ষুন্ন হয়েছে। এই মনিরুজ্জামান জুয়েলের মানসিক সমস্যা আছে। তাইতো এখন উঠে পরে লেগেছে বিএনপির বদনাম করার জন্য। গতকালকে আমাদের বিএনপির চেয়ারপারসনের জন্মদিনেও বিভিন্ন কটুক্ত কথা বলার কারণে কর্মীরা উত্তেজিত হয়ে একপ্রকার হাতাহাতি হয়।
এ বিষয়টি মীমাংসা এবং সঠিক বিচারের জন্য আমাদের সিনিয়র নেতারা সাংবাদিকদের উপর দায়িত্ব দেয়।
ছাত্রদলের নেতা বাইজিদ বলেন, আমাদের ছাত্রদলের এক কর্মীকে আওয়ামী লীগ কর্মী বানিয়েছে। যেখানে যে নিউজ করে ভুলভাল নিউজ করে।
সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল এর চিকিৎসার ব্যাপারে তার ভাই জামাল শেখ বলেন, গতকালকের ঘটনায় আমার ভাই গুরুতর আহত হয় এবং কানে সমস্যা হয়েছে। আমরা তার সুস্থতার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস থেকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা সিএমএস এনে ভর্তি করি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন ঘটনাটি আমি শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিদের মাঝে কৌতুহল ক্ষোভ , হাসি ঠাট্টায় রূপ নিয়েছে।