নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জন্মদিনের উৎসব। শনিবার (১৬ আগস্ট) বিকালে শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নড়াইল শাখার উদ্যোগে পৃথকভাবে আয়োজিত কর্মসূচিতে ভক্তরা অংশ নেন।
বিকাল সাড়ে ৩টায় রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী সর্বতিতানন্দ প্রভু। অপরদিকে বিকাল ৫টায় নিশিনাথতলায় আয়োজিত কর্মসূচির সভাপতিত্ব করেন শ্রীপাদ গৌরচরণ সেবা দাস। দুই স্থানেই ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় সঙ্গীত, পূজা-অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠান সমৃদ্ধ হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শের ওপর আলোকপাত করেন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুকেশ সাহা আনন্দ, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ, সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু, ঐক্য ফ্রন্টের জেলা আহবায়ক মিলন কুমার ঘোষ, সদস্য সচিব স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপি সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক রিয়াজুল কামাল পাভেল, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম জয়সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। উৎসবমুখর পরিবেশে নড়াইল শহর হয়ে ওঠে ভক্তিময় ও আনন্দঘন।