প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ১২:৫২ পি.এম
রাজবাড়ীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা ঢোল-করতাল ও ভক্তিমূলক সঙ্গীতের তালে নেচে-গেয়ে অংশ নেন।
রাজবাড়ী শহরের লক্ষীকোল পুরাতন হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রাটি। মন্দির কমিটির আয়োজনে এবং রাজবাড়ী হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজনে শতশত ভক্তরা বাহারি পোশাক পরে উল্লাসে যোগ দেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরেন এবং সকলের মঙ্গল কামনা করে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জন্মাষ্টমীর শিক্ষা সমাজে শান্তি, ন্যায় ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, ভিপি হাবিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষার নানা দিক তুলে ধরেন।
এ সময় জেলার হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনিন্দিতা গুহ (বানী), সদস্য সচিব বাবলু চক্রবর্তী, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক বেনু দত্তসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা ঘিরে রাজবাড়ী শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর ছিলেন। ধর্মীয় অনুষ্ঠানটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin