প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ১০:৪৮ এ.এম
পাইকগাছা জিরো পয়েন্টের বেহাল সড়ক সংস্কার করলো জামায়াতে ইসলামী

খুলনা-কয়রা সড়কের পাইকগাছা বাসস্ট্যান্ড জিরো পয়েন্টের বেহাল সড়ক সংস্কারের কাজ উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনে দলটির মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। নিজস্ব অর্থায়নে ইট-বালু ফেলে সড়কটি চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় বাস মিনিবাস মালিক সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় সূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট লেয়াকাত আলী সরদার, এস এম মাওলানা আমিনুল ইসলাম, প্রফেসর আব্দুল মমিন সানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, মোঃ রুহুল কুদ্দুস, পৌর আমীর ডাঃ আসাদুল ইসলাম, পৌর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল, সদস্য সুবঞ্জন চক্রবর্তী, ফজলুর রহমান, আনারুল ইসলাম, দিপঙ্কর মন্ডল প্রমুখ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাইকগাছা বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট এলাকার সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin