প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৮:৩১ এ.এম
নীলফামারীর প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ আনিছুল আরোফিন আর নেই

নীলফামারীর প্রবীণ আইনজীবী ও জেলা বিএনপির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আনিছুল আরেফিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে নীলফামারী জেলায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর কিশোরগঞ্জ উপজেলার নিজ গ্রাম নিতাইয়ে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আনিছুল আরেফিন চৌধুরী দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাধিকবার জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। নীলফামারী ডায়াবেটিক সমিতির সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেন তিনি।
আইন পেশায় একজন সৎ ও নির্ভীক আইনজীবী হিসেবে তার সুনাম ছিল। জেলা শহরের উপজেলা সড়কে তার স্থায়ী বাসভবন হলেও গ্রামের বাড়ি কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নীলফামারীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক খোলা কাগজের সম্পাদক, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী আহসান হাবীব লেলিন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রবীণ এই আইনজীবী ও রাজনৈতিক নেতার মৃত্যুতে নীলফামারী জেলা হারালো এক অভিজ্ঞ সংগঠক ও সমাজসেবককে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin