প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৮:২৭ এ.এম
আল-আকসা ফাউন্ডেশনের উদ্বেগে কুইজ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানীতে আল-আকসা ফাউন্ডেশনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মনোবল বাড়াতে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছরোয়ার মোল্লা। সঞ্চালনায় ছিলেন বালিপাড়া চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ অহিদুজ্জামান অহিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তৌহিদুর রহমান রাতুল, বালিপাড়া চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সভাপতি ইউনুস আকন, কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক মাওলানা জাকারিয়া চুন্ন, বালিপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. কাওসার শিকদার, আরবি প্রভাষক মাওলানা কাউসার হোসাইন এবং জুলাই মঞ্চের পিরোজপুর জেলা লিয়াজোঁ সমন্বয়ক ও আল-আকসা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম রাতুল প্রমুখ।
আল-আকসা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এসময় বলেন, “শান্তির পথে মানবতার সেবাই আমাদের প্রধান লক্ষ্য। ক্ষুধার্তকে খাদ্য, তৃষ্ণার্তকে পানি, অসহায়কে আশ্রয় দেওয়া ও শোষিতকে মুক্তি দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আল-আকসা ফাউন্ডেশনের সভাপতি সাব্বির রহমান মাঝী, অর্থ সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক। এছাড়াও অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য, স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এ আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin