প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৮:২১ এ.এম
মুক্তিপণেও মুক্তি মিলেনি জহিরুলের, ফিরল লাশ হয়ে

নেত্রকোনার কলমাকান্দায় অপহরণের একদিন পর জহিরুল ইসলাম (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কৈলাটী ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া গ্রামের জহিরুল ইসলাম বুধবার (১৩ আগস্ট) থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তার পরিবারের কাছে অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোন দিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন শুক্রবার পরিবার টাকা পাঠালেও তাকে জীবিত ফেরত পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের রঙের বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বর্তমানে লাশ সিধলী তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
জহিরুল ইসলামের এক স্বজন বলেন, “আমরা মুক্তিপণের টাকা দিয়েছি, কিন্তু তাকে জীবিত পাইনি।”
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই জানানো যাচ্ছে না।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin