আফগানিস্তানের মানুষ গত ১৫ আগস্ট ব্যাপক উল্লাস ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করেছেন দেশটিতে ইসলামিক সরকারের শাসনের চার বছর পূর্তি। চার বছর আগে এই দিনে সশস্ত্র গোষ্ঠী তালেবানের যোদ্ধারা রাজধানী কাবুল দখল করেন এবং এর মাধ্যমে আফগানিস্তান থেকে দীর্ঘ ২০ বছর পর পশ্চিমা দেশের সৈন্যরা চলে যেতে বাধ্য হয়।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ শনিবার (১৬ আগস্ট) জানিয়েছে, সকালে রাজধানী কাবুলের রাস্তায় হাজার হাজার মানুষ বের হয়। তারা ইসলামিক সরকারের সাদা রঙের কালিমা খচিত পতাকা নিয়ে উদযাপনে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের পাশাপাশি আফগান সেনাবাহিনীর সদস্যদেরও উদযাপনে দেখা গেছে।
ময়দান ওয়ার্দাকের বাসিন্দা বশির আহমেদ বলেছেন, “আমি খুব খুশি, ২০ বছর পর আমরা ইসলামিক আমিরাতের শাসনের চতুর্থ বর্ষ উদযাপন করছি। এ দিনের জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি। আমি এ দিনের জন্য এত খুশি যে, এমন আনন্দ ঈদেও অনুভব করিনি।”
কাবুলের আরেক বাসিন্দা নাসরুল্লাহ নাসরাত বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের বার্তা হলো, ইসলামিক আমিরাত সরকার যেন পুরো দেশ শাসন করতে পারে। বিশ্বের অন্যান্য দেশ রাজনৈতিক দ্বন্দ্ব বাদ দিয়ে ইসলামিক সরকারকে স্বীকৃতি দিক এবং আফগান জাতিকে সহায়তা করুক।”
উদযাপনের অংশ হিসেবে আফগান বিমানবাহিনী রাজধানীর আকাশে বিমান প্রদর্শন করে। বিকেলের দিকে বিমানগুলো কাবুলের ওপর চক্কর দেয় এবং বিমান থেকে রঙ ছিটানো হয়। এছাড়াও আফগান পাইলটরা বিভিন্ন কৌশলগত প্রদর্শনী করেন।
পাকিস্তানের বাসিন্দা মোহাম্মদ নাবি বলেন, “আফগানরা এক হয়েছে এবং সবাই খুশি। এটি একটি আনন্দের দিন।” অন্যদিকে, আজমাল নামের একজন ব্যক্তি মন্তব্য করেন, “এই দিনে আফগানিস্তান যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দখলদারিত্ব থেকে মুক্ত হয়।”
তালেবান সরকার হেলিকপ্টার থেকে অন্তত ছয়টি স্থানে ফুল ছিটিয়েছে। তবে এসব স্থানে নারীদের উপস্থিতি নিষিদ্ধ ছিল।
বছরের এই দিনে আফগানিস্তানের মানুষ দেশটির স্বাধীনতা ও তালেবান সরকারের শাসনের চার বছর পূর্তি উদযাপন করে, যা তাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।