খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের খাবার বিতরণ জবি ছাত্রদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পথশিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এ উপলক্ষে শতাধিক পথশিশু ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রধান ফটক, ভিক্টোরিয়া পার্ক এবং লক্ষ্মীবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহামুদুল হাসান খান (মাহমুদ) সরাসরি এ কর্মসূচির নেতৃত্ব দেন। তিনি নিজ হাতে পথশিশুদের মধ্যে প্যাকেটজাত খাবার বিতরণ করেন।
এই আয়োজনটি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশনায় সম্পন্ন হয়। কর্মসূচিতে ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
খাবার বিতরণ শেষে যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিচল প্রতীক। তার জন্মদিনে আমরা গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার মানবিক ও ত্যাগী রাজনৈতিক দর্শনের বাস্তব রূপ দিতে চেয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা দোয়া করি দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং দীর্ঘায়ু লাভ করুন। ছাত্রদল সবসময় জনগণের কল্যাণে কাজ করবেএই প্রতিশ্রুতি আমরা আবারও দৃঢ়ভাবে জানাচ্ছি।”
জবি শাখা ছাত্রদলের নেতারা জানান, এই ধরনের উদ্যোগ কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। তাদের বিশ্বাস, ছাত্রসমাজ যদি মানুষের পাশে দাঁড়ায়, তবে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।