প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৪:৪২ এ.এম
খালেদা জিয়ার জন্মদিনে জবি ছাত্রদলের দোয়া মাহফিল ও দুস্থদের খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। এদিন তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) আসর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষক সমিতির প্রতিনিধিরাও অংশ নেন।
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরমতসহিষ্ণু আচরণ বাংলাদেশের গণতান্ত্রিক চেতনাকে উচ্চতায় নিয়ে গেছে। তার নেতৃত্ব আমাদের আগামী প্রজন্মকে নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা দেবে।”
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। আমরা তার জন্মদিনে আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন। তার হাতেই বাংলাদেশ নিরাপদ।”
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন উপস্থিত থেকে বলেন, “বেগম খালেদা ছিলেন আপোষহীন নেত্রী। তার নেতৃত্বে দেশ ও জাতি এগিয়েছে। তার জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
এছাড়াও শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন, রবিউল আওয়াল, গোলাম রাব্বানী, আহসান মিঠু, রাসেল মিয়া, ইমরান হাসানসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে দিনভর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়, যা পরিবেশকে আরও মানবিক করে তোলে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin