প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ১:২০ পি.এম
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মী সভা বসে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. মনির আলম চৌধুরী। এসময় তিনি বলেন, “যারা দীর্ঘ ১৭ বছর হামলা-মামলা, গুম ও নির্যাতনের ভয়কে উপেক্ষা করে দলের জন্য কাজ করেছেন, আগামীর নেতৃত্ব তাদের হাতেই থাকবে।”
কর্মী সভায় বক্তারা দলীয় কর্মীদের প্রতি সততা, নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই কর্মী সভা দলকে মাঠপর্যায়ে আরও সংগঠিত করবে। এছাড়া দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতার মধ্যেও যারা দলকে ধরে রেখেছেন, তাদের সম্মানিত করার বার্তাও এই কর্মসূচির মধ্য দিয়ে দেওয়া হয়েছে।
কর্মী সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দলীয় কৌশল ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin