প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ৯:০৭ এ.এম
বাগদাদ ফুডস্ ও ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে পণ্য উৎপাদন ও বিক্রয়ে অনিয়মের অভিযোগে বাগদাদ ফুডস এবং একটি ফিলিং স্টেশনে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) হাটহাজারী উপজেলার কুয়াইশ ও অক্সিজেন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
অভিযানে পণ্য মোড়কজাতকরণ ও লাইসেন্স ছাড়া বেকারি পণ্য প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে বাগদাদ ফুডসকে জরিমানা করা হয়। এছাড়া, ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপের মানদণ্ড অনুযায়ী নির্ধারিত পরিমাণের চেয়ে কম অক্টেন দেওয়ার প্রমাণ পাওয়ায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়।
দুটি মামলায় মোট ৩০,০০০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন সাংবাদিকদের বলেন, "ভোক্তাদের স্বার্থ রক্ষায় হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।"
তিনি আরও জানান, পণ্যের মান, ওজন ও পরিমাপে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
দেশজুড়ে ভোক্তা অধিকার রক্ষা ও বাজারে স্বচ্ছতা আনতে স্থানীয় প্রশাসনের এমন অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এতে বাজারে ন্যায্যমূল্য বজায় রাখা এবং ভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin