রাজবাড়ী জেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর এ ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিন্দিতা গুহ (বানী) এবং সদস্য সচিব হয়েছেন বাবলু চক্রবর্তী। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন গোবিন্দ ঘোষ।
কমিটিতে মোট ৮ জন যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তারা হলেন—অশোক সরকার, গোবিন্দ সরকার, শ্রী উত্তম কুমার সাহা, ডা. কমল দাস, শান্ত কুমার সিংস, বিশ্বজিত কুমার সেন (মানিক), রবিন কুমার দাস ও দিপক সরকার।
এছাড়া কমিটিতে রয়েছেন ৪০ জন সদস্য, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সজিব ভৌমিক, বিপ্লব সরকার, কৃষ্ণ কর্মকার, চঞ্চল সাহা, চন্দন কুমার দত্ত, কৃষ্ণ সরকার, সুমন দাস, রতন দাস, অমিত প্রামাণিক, তাপস সরকার, দার্জয় মন্ডল, অশিত কুমার রায়, বিজয় সেন প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রমেশ দত্ত, সদস্য সচিব অধ্যক্ষ এস সাহা আনন্দ এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মৃনাল কান্তি বৈষ্ণব এই কমিটির অনুমোদন দেন। এরপর রাজবাড়ী জেলা পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে শুক্রবার (১৫ আগস্ট) কমিটির নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন এই আহ্বায়ক কমিটি আগামী দিনে রাজবাড়ী জেলায় দুর্গাপূজা ও অন্যান্য উৎসবের সুষ্ঠু ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।