চাটখিলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

“স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তোলো একতা”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিমাঞ্চল শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পশ্চিমাঞ্চল শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মী সম্মেলন বসে। এতে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ উন নবী বাবু। সঞ্চালনায় ছিলেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন ও তাতী বিষয়ক সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরুল হুদা পিন্টু, চাটখিল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান রিগ্যান, মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শুভ, আনোয়ার হোসেন, ইয়াসিন মির্জা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন, উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, শওকত হাসান শ্যামল, ফরিদ খান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ত্যাগী, পরিশ্রমী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী, মামলা ও হামলার শিকার হওয়া কর্মীদের মর্যাদা দিয়ে দলে রাখার আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা রাজনৈতিক ঐক্য, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যতের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।