শহিদ সাজিদের মৃত্যুবার্ষিকীতে জবিতে দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মিরপুর এলাকায় পুলিশের গুলিতে আহত হন সাজিদ। গুলিটি তার মাথার পেছন দিয়ে প্রবেশ করে চোখের পেছনে আটকে যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট ২০২৪ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাজিদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নতুন একাডেমিক ভবনের নামকরণ করেছে ‘শহীদ সাজিদ একাডেমিক ভবন’। সহপাঠী ও শিক্ষকরা জানান, সাজিদ ছিলেন মেধাবী, প্রাণবন্ত ও দায়িত্বশীল একজন শিক্ষার্থী। তার মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া ফেলেছে।
দোয়া মাহফিলে সাজিদের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারকে ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছে, তার স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতিবছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।