প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১:৫২ পি.এম
জবিতে র্যাগিং: বহিস্কার ও ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে র্যাগিং-য়ের অভিযোগে দেওয়া বহিষ্কার ও ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-১) অনুযায়ী ১৯তম ব্যাচের শিক্ষার্থী যুবরাজ হাসান, মোসাঃ রাজিয়াতুন নাহার নিশু এবং রহমাতুল্লাহ মাজীর বিরুদ্ধে দেওয়া সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, একই কমিটির সিদ্ধান্ত (সিদ্ধান্ত-২) অনুসারে ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনের ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা ও সতর্কীকরণ আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত রোববার (১০ আগস্ট) প্রথম বর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের কাছ থেকে র্যাগিং-য়ের অভিযোগ পেয়ে তিনজনকে সাময়িক বহিষ্কার এবং চারজনকে ক্লাস কার্যক্রমে নিষিদ্ধ করেছিল প্রশাসন। অভিযুক্ত সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রাথমিক তদন্ত ও বিভাগীয় পর্যালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তবে র্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিভাগে বিশেষ কমিটি গঠন ও র্যাগিং প্রতিরোধে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন একাধিকবার সতর্ক করে বলেছে, এমন ঘটনা ঘটলে কঠোর শাস্তি দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin