প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১:৩৪ পি.এম
গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

গোপালগঞ্জ: গোপালগঞ্জের ছালেহিয়া কামিল (এস. কে. আলীয়া) মাদ্রাসায় দাখিল পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
প্রধান অতিথি মুহম্মদ কামরুজ্জামান দুইজন কৃতী শিক্ষার্থীর হাতে ফুল ও সম্মাননা তুলে দেন। তিনি বলেন, “পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা আজকের এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতেও তারা যেন দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারে, সে জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও উৎসাহিত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস কে আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান, গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান এবং উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার প্রভাষক আবু হানিফ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, ধারাবাহিক পরিশ্রম, সুশৃঙ্খল পরিবেশ ও মানসম্মত পাঠদানের ফলে এ বছরের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। স্থানীয় অভিভাবকেরা আশা প্রকাশ করেন, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও অনেক শিক্ষার্থী দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দ্বারপ্রান্তে পৌঁছাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin