শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াকাশি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৮টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ এর আওতাধীন রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নিয়ে পাচারের চেষ্টা চলাকালে গরুগুলো জব্দ করেন। এসময় পাচারকারী চক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
জব্দ করা গরুগুলোর বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বর্তমানে এসব গরু প্রযোজ্য আইন অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মায়াকাশি সীমান্ত এলাকা দিয়ে গবাদি পশু পাচারের প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে পাচারকারীদের সক্রিয়তা থাকলেও বিজিবির কঠোর নজরদারির কারণে একাধিকবার চোরাচালান ব্যর্থ হয়েছে।
বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা মত দিয়েছেন।